সাম্প্রতিক বছরসমূহের (বিগত ৩ বছরের) প্রধান অর্জনসমূহ:
১. সিডিএমএস কোর্সে ইন্সপেক্টর হতে এএসআই পদমর্যাদার-১৭৮ জন পুলিশ সদস্যকে ০৯ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২. নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক বিশেষ প্রশিক্ষণে এসআই হতে কনস্টেবল পদমর্যাদার- ২২৭ জন পুলিশ সদস্যকে ১০ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৩. দক্ষতা উন্নয়ন কোর্সে পুলিশ কনস্টবল ও নায়েক পদমর্যাদার- ১১২৩ জন পুলিশ সদস্যকে ১১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৪. বেসিক কম্পিউটার কোর্সে এএসআই ও কনস্টেবল পদমর্যাদার- ২১৮ জন পুলিশ সদস্যকে ১১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৫. তদন্ত সহায়ক কোর্সে এএসআই হতে কনস্টেবল পদমর্যাদার- ১১৮ জন পুলিশ সদস্যকে ০৫ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৬ বেসিক ইন্টেলিজেন্স কোর্সে এএসআই হতে কনস্টেবল পদমর্যাদার- ৪৫ জন পুলিশ সদস্যকে ০২ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৭. “বিট পুলিশিং”কর্মশালা/কোর্সে সার্কেল অফিসার/পুলিশ পরিদর্শক/এসআই/এএসআই পদমর্যাদার- ২৫৬ জন পুলিশ সদস্যকে ১২ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৮. জনশৃঙ্খলা ব্যবস্থাপনা ও নিরাপত্তা বিষয়ক কোর্সে এএসআই হতে কনস্টেবল পদমর্যাদার- ১৪৩ জন পুলিশ সদস্যকে ০৬ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
৯. Land Litigation Course -এ ইন্সপেক্টর হতে এএসআই(নিরস্ত্র) পদমর্যাদার- ৩০ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১০. Cyber Crime Cases Investigation কোর্সে অতিরিক্ত পুলিশ সুপার/পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/এসআই (নিরস্ত্র)/এএসআই (নিরস্ত্র) পদমর্যাদার- ৪০ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১১. Special Training for DSB official’s কোর্সে এসআই হতে কনস্টবল পদমর্যাদার-৩০ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১২. ই-ট্রাফিক প্রসিকিউশন বাস্তবায়নে পজ-মেশিন পরিচালনা সংক্রান্ত কর্মশালায়-টিআই/সার্জেন্ট/টিএসআই পদমর্যাদার- ২৩ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৩. দেহরক্ষী/গানম্যানদের বিশেষ প্রশিক্ষণে কনস্টবল পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৪. Personal Health & Hygiene বিষয়ক কর্মশালায় নারী কনস্টবল হতে নারী এসআই পদমর্যাদার- ১০০ জন পুলিশ সদস্যকে ০২ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৫. Consultation Meeting with Law Enforcement Agency Regarding Transgender Issues-কর্মশালায় ইন্সপেক্ট হতে এএসআই(নিরস্ত্র) পদমর্যাদার পুলিশ সদস্য এবং হিজরা কমিউনিটির সদস্যসহ- ৫১ জনকে ০২ টি ব্যাচে বিভিন্ন ট্রান্সজেন্ডার ইস্যু সংক্রান্তে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৬. Special Training on 'CDR Analysis and Cell ID Tracking' Course ইন্সপেক্টর হতে এএসআই(নিরস্ত্র) পদমর্যাদার- ১১১ জন পুলিশ সদস্যকে ০৫ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৭. তদন্তকারী কর্মকর্তাদের তদন্তে ক্রুটি ও বিচ্যুতি বিষয়ক কর্মশালা- সার্কেল অ্যাডিঃ এসপি/এএসপি, ইন্সপেক্টর (তদন্ত)/এসআই(নিরস্ত্র) পদমর্যাদার- ২৯ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৮. Countering Violent Extremism & Preventing Violent Extremism বিষয়ক কর্মশালায় ইন্সপেক্টর এসআই পদমর্যাদার- ৩০ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৯. অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা বৃদ্ধি কোর্সে কনস্টেবল পদমর্যাদার- ২০ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফদেরকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২০. মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব কোর্সে কনস্টেবল পদমর্যাদার- ২০ জন পুলিশ সদস্যকে ১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২১. ঝালাই বা নবায়ন কোর্সে কনস্টেবল পদমর্যাদার- ১৯ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২২. অগ্নি নিরাপত্তা মহড়া ও ফায়ার সেফটি সংক্রান্ত ইন-হাউজ প্রশিক্ষণে ইন্সপেক্টর হতে কনস্টেবল পদমর্যাদার- ১৯ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৩. জুনিয়র লিডারশিপ কোর্সে এসআই হতে এএসআই পদমর্যাদার- ২৪ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৪. ইন্ট্রোডাক্টরী ইনভেস্টীগেটিভ কোর্সে এসআই হতে এএসআই পদমর্যাদার- ১৯ জন পুলিশ সদস্যকে ০১ টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়।
২৫. লাইব্রেরীর জন্য মোট ৮৫০ টি বই সংগ্রহ করা হয়েছে।
২৬. প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের আনা-নেয়ার জন্য অনুদানসূত্রে ০১ (এক) টি হাইস মাইক্রোবাস পাওয়া গিয়াছে।
২৭. ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর ভবনের ২য় তলার অবশিষ্ট অংশ Retrofitting এর মাধ্যমে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
২৮. ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর শ্রেণী কক্ষ এবং ভবনের চারিদিকে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
২৯. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইন-সার্ভিস প্রশিক্ষণে সময় ব্যয়িত হয়েছে ১,১৯,৯৮০ কর্মঘন্টা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS