ভবিষ্যৎ পরিকল্পনাঃ
১. পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অনুমোদন সাপেক্ষ বাৎসরিক প্রশিক্ষণসূচী ২০২৩-২০২৪ অনুযায়ী প্রশিক্ষণসমূহ সুষ্ঠু ভাবে পরিচালনা।
২. রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আরআরএফ, রাজশাহী এবং অন্যান্য ইউনিটের পুলিশ কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের বাধ্যতামূলক “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স”আয়োজন করা।
৩. CDMS Course, CDR Analysis and Cyber Crime Investigation, Computer, Basic Intelligence এবং Technology based প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান।
৪. তদন্তকারী কর্মকর্তা/তদারকি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি।
৫. অবকাঠামোগত সম্প্রসারণ ও উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ।
৬. প্রশিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি ও টট কোর্সের আয়োজন।
৭. লাইব্রেরিতে ১৫০ টি নতুন বই সংগ্রহ।
৮. প্রশিক্ষণার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা করা।
৯. একটি প্রাণবন্ত এবং মানসম্মত প্রশিক্ষণ পরিবেশ তৈরি করা।
১০. প্রশিক্ষণের জন্য মাঠ, ফায়ারিং বাট, অস্ত্রাগার, প্রশাসনিক ভবনসহ ০১ (এক) টি পূর্ণাঙ্গ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার লক্ষ্যে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার মোহনপুর উপজেলার খয়ড়া ও মৌগাছি মৌজায় ৪.৯৫ একর জায়গা অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট পত্র প্রেরণ করা হয়েছে। অধিগ্রহণের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS